বইমেলায় ডা. ফারহানা মোবিনের দুই বই

এইবারের অমর একুশে বই মেলায় লেখক ও চিকিৎসক ফারহানা মোবিনের লেখা শিশুতোষ গল্পের বই ‘গোলাপি রঙ পেন্সিল’ এবং সামাজিক সমস্যা ও তার প্রতিকার বিষয়ক বই ‘আমিও মানুষ’ প্রকাশিত হয়েছে।

লেখকের শিশুতোষ অন্য একটি গল্পের বই ‘উড়ে যায় মুনিয়া পাখি’ (২০১৪ সালে প্রকাশিত)। শিশুতোষ বই দুইটি পাওয়া যাবে ছোটদের বই প্রকাশনীর ৭৩৯ স্টলে। এছাড়া লেখকের ২০২০ সালে বিদ্যা প্রকাশনীর ব্যানারে ‘আমিও মানুষ’’ বইটি পাওয়া যাবে ২৬৬, ২৬৭, ২৬৮ ও ২৬৯ স্টলে।

শিশুতোষ বই দুইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন চিত্র শিল্পী বায়েজীদ সোহাগ। প্রকাশক সালমা রেহানা। বই মেলা শেষ হলে বইগুলো রকমারি ডট কমে পাওয়া যাবে। শিশু উন্নয়ন মূলক বই দুইটি সহজ-সরল ভাষায় লেখা হয়েছে।

ডা. ফারহানা মোবিন সাত বছর ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালে স্ত্রী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পেশায় চিকিৎসক হলেও সামাজিক কাজ কর্ম ও লেখালেখি করেন নিয়মিত। তার লেখালেখি শুরু হয় চতুর্থ শ্রেণী থেকে তার লেখালেখির শুরু। শৈশব থেকেই শিল্প সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত তিনি।

ডা. ফারহানা মোবিনের স্বাস্থ্য বিষয়ক অন্য বইগুলো বিদ্যা প্রকাশনীর স্টালে পাওয়া যাবে। বই গুলো হলো- শরীর স্বাস্থ ও পুষ্টি (২০১২), সবার আগে স্বাস্থ্য (২০১৩) ও আসুন সুস্থ থাকি (২০১৮) ।