বিজেম অ্যাওয়ার্ডে ভূষিত হলেন লেখক,চিকিৎসক ও উপস্থাপিকা ফারহানা মােবিন

নিজস্ব প্রতিনিধিঃ বিজেম অ্যাওয়াডের ভূষিত হয়েছেন ডা: ফারহানা মােবিন। ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার দুপুর ১২ টায় বিজেম এর সম্মেলন কক্ষে ‘টিভি সংবাদ উপস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ২টি ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে এঅ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে সনদ বিতরণ করেন ডিবেট ফর ডেমােক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রধান অতিথি তাঁর ভাষনে বলেন, সংবাদ উপস্থাপনা কোর্সের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম তাদের উপস্থাপনা দক্ষতার এবং সৃষ্টিশীলতার উন্নয়ন সাধন করতে পারে। বিজেম এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র কনসালটেন্ট ও প্রজেক্ট ম্যানেজার ড. এস এম মােশেদ ও তথ্যচিত্র নির্মাতা ও উপস্থাপক মালিহা মেহনাজ শায়েরী। সম্মানিত অতিথি হিসেবে আরাে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সংগঠক ডা. ফারহানা মােবিন। তাত্বিক ও ব্যবহারিক ক্লাশে সমৃদ্ধ উক্ত কোর্স দু’টি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতিমান সংবাদ উপস্থাপক ও উচ্চারণ বিশেষজ্ঞগণ। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪ জন নারী শিক্ষার্থীসহ মােট ৫২ জন শিক্ষার্থী কোর্সটিতে অংশগ্রহণ করেন। এই আয়ােজনে বিজেম এর প্রাক্তন ৩ জন কৃতি শিক্ষার্থীকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন চিকিৎসক ও লেখক ফারহানা মােবিন, ভাবনা আহমেদ (নিউজ প্রেজেন্টার চ্যানেল এ.টি.এন), হাসান ফয়জী (মানিকগঞ্জ প্রতিনিধী, এস.এ টি.ভি)। | ‘বিজেম’ তার কৃতি শিক্ষার্থীদেরকে অনুপ্রাণীত করার জন্য সম্বর্ধনা দেয়। এরই ধারাবাহিকতায় চিকিৎসক, লেখক ও সংগঠক ফারহানা মােবিনকে “বিজেম সম্মাননা অ্যাওয়ার্ড” এ ভূষিত করে। ফারহানা মােবিন এই প্রতিষ্ঠানের নিউজ প্রেজেন্টেশন ও লেখা-লেখির কলাকৌশল বিষয়ক কোর্স-২০০৫ এর শিক্ষার্থী ছিলেন। উনার চিকিৎসা সেবা সামাজিক কাজকর্ম, দেশ-বিদেশের বিভিন্ন নিউজপেপারে লেখালেখি, বিভিন্ন টিভি চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের জন্য উনাকে “বিজেম এর কৃতি শিক্ষার্থী হিসাবে ঘােষনা করা হয়।
ডা: ফারহানা মােবিন বলেন, “যে কোন কাজের প্রশিক্ষণ গ্রহণ করে, সেই মােতাবেক পরিশ্রম করলে সফলতা সম্ভব। ধৈৰ্য্য নিষ্ঠার সাথে চেষ্টা করতেই হবে। প্রিন্ট ও ভিজুয়াল মিডিয়াতে কাজ করার জন্য আমার জীবনে বিজেম এর অবদান অপরিসীম। দক্ষ প্রশিক্ষকের

পাশাপাশি মির্জা তারেকুল কাদের ভাই এর অক্লান্ত পরিশ্রম, বন্ধুত্বসুলভ দিকনির্দেশনা, নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা, আমার জন্য পরম এক পাওয়া। আমি বিজেম এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। তরুন প্রজন্মকে গড়ে তােলার জন্য এই ধরনের যুগপােযােগী প্রতিষ্ঠানকে সহযােগীতার জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করি।”
উল্লেখ্য যে, বিজেম এর প্রাক্তন শিক্ষার্থী ফারহানা মােবিন ” স্বাধীনতা সংসদ” কতৃক চিকিৎসা | সেবা, সামাজিক

কাজকর্ম,
| সামান্য তােম,
দেশ-বিদেশের বিভিন্ন নিউজপেপারে লেখালেখি, বিভিন্ন টিভি চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের জন্য “আলােকিত নারী সম্মাননা ২০১৯ অ্যাওয়ার্ড” এ ভূষিত হন। এবং ওম্যান ইন্টারপ্রেনিওরস অফ বাংলাদেশ (WEBD) থেকে উনার উল্লেখিত কাজ কর্মের জন্য ‘ওম্যান ইন্টারপ্রেনিওরস অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করেন।

‘বিজেম সম্মাননা অ্যাওয়ার্ডে’ ভূষিত ডা. ফারহানা মোবিন

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) সাবেক তিন কৃতী শিক্ষার্থীকে ‘বিজেম সম্মাননা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

সম্মাননায় ভূষিত তিনজন হলেন চিকিৎসক ও লেখক ফারহানা মোবিন, ভাবনা আহমেদ (নিউজ প্রেজেন্টার চ্যানেল এটিএন), হাসান ফয়জী (মানিকগঞ্জ প্রতিনিধি, এসএ টিভি)।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিজেমের সম্মেলন কক্ষে ‘টিভি সংবাদ উপস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দুটি ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

ফারহানা মোবিন বিজেমের নিউজ প্রেজেন্টেশন ও লেখালেখির কলাকৌশল বিষয়ক কোর্স-২০০৫ এর শিক্ষার্থী ছিলেন। তার চিকিৎসাসেবা, সামাজিক কাজকর্ম, দেশ-বিদেশের বিভিন্ন নিউজ পেপারে লেখালেখি, বিভিন্ন টিভি চ্যানেলে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের জন্য ইতোপূর্বে তাকে ‘বিজেমের কৃতী শিক্ষার্থী’ হিসেবে ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে ডা. ফারহানা মোবিন বলেন, ‘যে কোনো কাজের প্রশিক্ষণ গ্রহণ করে, সেই মোতাবেক পরিশ্রম করলে সফলতা সম্ভব। ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা করতেই হবে। প্রিন্ট ও ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ করার জন্য আমার জীবনে বিজেমের অবদান অপরিসীম।’

তিনি বলেন, ‘দক্ষ প্রশিক্ষকের পাশাপাশি মির্জা তারেকুল কাদের ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, বন্ধুত্বসুলভ দিকনির্দেশনা, নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা, আমার জন্য পরম এক পাওয়া। আমি বিজেমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য এ ধরনের যুগোপযোগী প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করি।’

এ ছাড়া বিজেমের সাবেক শিক্ষার্থী ফারহানা মোবিন চিকিৎসাসেবা, সামাজিক কাজকর্ম, দেশ-বিদেশের বিভিন্ন নিউজ পেপারে লেখালেখি, বিভিন্ন টিভি চ্যানেলে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের জন্য গত মার্চে ‘স্বাধীনতা সংসদ’ কতৃক  ‘আলোকিত নারী সম্মাননা ২০১৯ অ্যাওয়ার্ড’ এ ভূষিত হন। তার উল্লিখিত কাজ-কর্মের জন্য ওম্যান ইন্টারপ্রেনিওরস অব বাংলাদেশ (ডাব্লিউইবিডি) থেকে ‘ওম্যান ইন্টারপ্রেনিওরস অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করেন।

শনিবারের অনুষ্ঠানে বিজেমের প্রধান ও নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে বর্তমান শিক্ষার্থীদের সনদ বিতরণ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রধান অতিথি বলেন, সংবাদ উপস্থাপনা কোর্সের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম তাদের উপস্থাপনা দক্ষতার এবং সৃষ্টিশীলতার উন্নয়ন সাধন করতে পারে।

বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির কনসালট্যান্ট ও প্রজেক্ট ম্যানেজার ড. এস এম মোশেদ এবং তথ্যচিত্র নির্মাতা ও উপস্থাপক মালিহা মেহনাজ শায়েরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সংগঠক ডা. ফারহানা মোবিন।

তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে সমৃদ্ধ ওই কোর্স দুটি পরিচালনা করেন বিভিন্ন টেলিভিশনের খ্যাতিমান সংবাদ উপস্থাপক ও উচ্চারণ বিশেষজ্ঞরা।

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪ জন নারী শিক্ষার্থীসহ মোট ৫২ জন শিক্ষার্থী কোর্স দুটিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) যাত্রা শুরু করে ২০০৩ সালে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখির কলাকৌশল, টিভি সাংবাদিকতা, মিডিয়ায় নিজেকে সফলভাবে উপস্থাপনের জন্য বহুবিধ কোর্স পরিচালিত হয় এই প্রতিষ্ঠানে।

রাজধানী ঢাকার কাঁটাবনে ২০০৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি দৃঢ়তার সঙ্গে কাজ করে চলছে। ১৭ বছরের এই পথ চলায় আনুমানিক ১০ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বিজেম।

বিজেমের ২৫০ জন শিক্ষার্থী বিভিন্ন মিডিয়ায় (প্রিন্ট ও ভিজ্যুয়াল) দক্ষতার সঙ্গে কাজ করছে।